ব্রাহ্মণবাড়িয়া, ৪ অক্টোবর ২০২৫:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, দেশের দ্রুত নির্বাচনের সিদ্ধান্ত ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)-এর এজেন্ডা বাস্তবায়নের অংশ হতে পারে। তিনি প্রশ্ন তোলেন— “ড. মুহাম্মদ ইউনুস কেন হঠাৎ এত তাড়াহুড়ো করেদ্রুত নির্বাচন নির্বাচন ঘোষণা দিলেন?”

রেজাউল করিম আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করেছে। তাই এখন প্রথম প্রয়োজন “মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার”— নির্বাচন নয়।
দ্রুত নির্বাচন
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বাজার মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের জনগণ এখন জানতে চায় এই নির্বাচন কার ইশারায় হচ্ছে। যারা তাড়াহুড়ো করে ভোট চাইছে, তারা আসলে ভারতের নীতির সঙ্গে সুর মিলিয়ে চলছে।” NEWS
তিনি দাবি করেন, গত ৫৩ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি দেশের রাজনীতিকে দুর্নীতি, খুন ও দখলবাজির জালে বন্দি করেছে। তাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইলে আগে “দায়ীদের বিচার ও রাষ্ট্র সংস্কার” সম্পন্ন করতে হবে। https://www.facebook.com/profile.php?id=61571990664056
সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ সামসুল হক (সুমন)।
বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গাজী নিয়াজুল করিম।


Leave a Reply